সব

ভারতে লোকসভা ভোটে প্রথম প্রাণ গেল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 23rd April 2019at 6:04 pm
54 Views

 

ডেস্ক রিপোর্টঃ ভারতে এবারের লোকসভা ভোটে প্রথম প্রাণ গেল পশ্চিমবঙ্গে। তৃতীয় দফার ভোট চলাকালে মুর্শিদাবাদে তৃণমূল ও কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন এক সাধারণ ভোটার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, মুর্শিদাবাদের রানিতলা বালিগ্রামে ভোটকেন্দ্রের সামনেই সংঘর্ষ বাঁধে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। সেখানেই ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন পিয়ারুল আবুল কালাম। ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে মৃত্যু হয় তাঁর।

রানিতলা বালিগ্রামের ওই কেন্দ্রে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের সময় বাঁশ, লাঠি দিয়ে একপক্ষ অপরপক্ষকে আক্রমণ করে। নিজের ছেলেকে নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন পিয়ারুল। সেই সংঘর্ষের মাঝে পড়ে তিনিও ব্যাপক আহত হন। কিছু সময় পরেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয়ে আরও ৪ জন হাসপাতালে ভরতি।

তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত পিয়ারুল কংগ্রেস কর্মী। সে নিজেও ওই সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।


সর্বশেষ খবর