শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার আইএসের
অনলাইন ডেস্কঃ শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের মুখপত্র আমাক নিউজ অ্যাজেন্সি বলছে, গত রবিবার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।
আমাক নিউজ অ্যাজেন্সি আরো জানিয়েছে, খ্রিস্টান সম্প্রদায়কে টার্গেট করেই হামলা চালানো হয়েছে। বর্তমানে আইএসের যোদ্ধারা সেই হামলা উদযাপন করছে।
হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে তিনশ ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচশ ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) নিজেদের সংবাদ সংস্থা ‘আমাক নিউজ এজেন্সি’তে জঙ্গি সংগঠনটি দাবি করে বলেছে, ‘শ্রীলঙ্কার এই কাজ ইসলামিক স্টেটের যোদ্ধাদের ছিল।’ তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি সংগঠনটি।