সব

রাবিতে সাইকেলের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 25th April 2019at 9:59 pm
72 Views

রাবি প্রতিনিধি: প্রতিনিয়ত সাইকেল চুরি হতে থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোধে প্রত্যেকটি ভবনের সামনে ‘সাইকেল স্টান্ড’ তৈরির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। বিশ^বিদ্যালয়ের প্যারিস রোডে বুধবার ১টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়তই সাইকেল হারিয়ে যাচ্ছে। আমরা অনেক কষ্ট করে টিউশনির টাকা দিয়ে সাইকেল ক্রয় করি। সাবধানে সাইকেল রাখার পরেও চুরি হয়ে যায়। প্রশাসন এ বিষয়ে কোন হস্তক্ষেপ করছে না। আমরা হারানো সাইকেলের ক্ষতিপূরণের দাবি করছি।

হারিয়ে যাওয়া এক সাইকেলের মালিক অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম দুখু বলেন, ‘আমি যখন প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম তখন আমার সাইকেল হারিয়ে যায়। সাইকেলটি আমি টিউশনির টাকা দিয়ে কিনেছিলাম। বিষয়টি ভেবে আমার এখনও খারাপ লাগে যে বিশ্ববিদ্যালয়ে এখনও এই চুরি রোধে কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমি বলতে চাই প্রতিটি ভবনে সিসি ক্যামেরা লাগিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন’।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.ফরিদ খান শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাইকেল চুরি হচ্ছে কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। যাদের সাইকেল চুরি হয়ে যায় তাদের কষ্ট আমি বুঝি। আমাকে এ ধরণের ঘটনা ব্যথিত করে। একজন শিক্ষকের কাছে তাঁর গাড়ি যেমন গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর কাছে তার সাইকেল তেমনি গুরুত্বপূর্ণ। শিক্ষকদের  গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীদের জন্য কোন ব্যবস্থা নেই। তাই আমরা আজকের মানববন্ধনের মাধ্যমে প্রতিটি ভবনে সিসি ক্যামেরা, সাইকেল রাখার নিদিষ্ট স্থান তৈরিতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি’।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুয়েল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


সর্বশেষ খবর