সোমবার ভাগ্য নির্ধারণ সোনিয়া, রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির
আন্তর্জাতিক ডেস্কঃ প্রস্তুতি শেষ, রাত পোহালেই সোমবার ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বের ভোট গ্রহণ। এই পর্বে সাতটি রাজ্যের ৫১টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ (১৪), রাজস্থান (১২), মধ্য প্রদেশ (৭), পশ্চিমবঙ্গ (৬), বিহার (৫), ঝাড়খন্ড (৪) এবং জম্মু-কাশ্মীরের (২) টি কেন্দ্র। ইতিমধ্যেই সাত পর্বের এই নির্বাচনের চতুর্থ পর্বের ভোটগ্রহণ শেষ। ভোট নেওয়া হয়েছে ৩৭৪টি আসনে। বাকী আরও ১৬৯টি আসন। পঞ্চম পর্বে দেশজুড়ে মোট ভোটারের সংখ্যা ৮,৭৫,৮৮,৭২২। প্রার্থী রয়েছেন ৬৭৪ জন। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এই পর্বে হিন্দিবলয়ের একাধিক কেন্দ্রের দিকে নজর থাকবে। যার মধ্যে অন্যতম রায়বেরিলি, আমেথি, লখনউ, হাজারিবাগ, বিকানের, সাতনা। এছাড়াও দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাদাখ, অনন্তনাগ, ব্যারাকপুর, হাওড়া, বনগাঁর মতো কয়েকটি কেন্দ্র।
হেভিওয়েট প্রার্থীর সংখ্যাও নেহাত কম নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা, কেন্দ্রীয় পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী, সাবেক মন্ত্রী রাজীব প্রতাপ রুড্ডি, অভিনেত্রী পুনম সিনহা, ভারতের জাতীয় দলের সাবেক ফুটবলার প্রসুণ ব্যানার্জি-এর মতো প্রার্থীদের ভাগ্য নির্ধারণ এদফায়।
উত্তরপ্রদেশের ‘লখনউ’ কেন্দ্রের বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবারও বিজেপির প্রার্থী হয়েছেন। রাজনাথের প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী পুনম সিনহা (শত্রুঘ্ন সিনহার স্ত্রী) এবং কংগ্রেসের প্রমোদ কৃষ্ণম।
উত্তরপ্রদেশের ‘রায়বেরিলি’ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন এই কেন্দ্রের বর্তমান সাংসদ সোনিয়া গান্ধী, বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং। সপা-বসপা- রাষ্ট্রীয় লোক দলের জোট এবার এই কেন্দ্রে প্রার্থী না দেওয়ায় প্রধান লড়াইটা কংগ্রেস ও বিজেপির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
উত্তরপ্রদেশের ‘আমেথি’ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ রাহুল গান্ধী। বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০১৪ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকেই ১,০৭,৯০৩ ভোটে স্মৃতিকে পরাজিত করেছিলেন। আমেথি কেন্দ্রেও সপা-বসপা-আরএলডি জোট তাদের প্রার্থী না দেওয়ায় মূল লড়াই হবে রাহুল-স্মৃতির মধ্যে।
ঝাড়খন্ডের ‘হাজারিবাগ’ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করছেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের গোপাল সাহু এবং সিপিআই প্রার্থী ভুবনেশ্বর প্রসাদ মেহতা।
রাজস্থানের ‘বিকানের’ কেন্দ্রে লড়াই হবে এই কেন্দ্রের বর্তমান বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ও কংগ্রেস প্রার্থী মদন গোপাল মেঘওয়াল।
বিহারের সরণ কেন্দ্রে এবারও লড়াই করছেন বিজেপি প্রার্থী রাজীব প্রতাপ রুড্ডি। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রার্থী বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাবরী দেবীকে হারিয়েছিলেন রুড্ডি। এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী আরজেডি প্রার্থী চন্দ্রিকা রাই।
সোমবার পশ্চিমবঙ্গের যে সাতটি কেন্দ্রে ভোট নেওয়া হবে সেগুলি হল-বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলী, শ্রীরামপুর ও আরামবাগ। প্রতিটি কেন্দ্রেই ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসই হল প্রধান প্রতিদ্বন্দ্বী। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১,৬১,৯১,৮৮৯ জন। প্রার্থীর সংখ্যা ৮৩।
ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সাতটি কেন্দ্রের জন্য ৫৭৮ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করবে। যার অর্থ ১০০ শতাংশ বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী।
রাজ্যের অন্যতম কেন্দ্রগুলির মধ্যে ব্যারাকপুরে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। তার বিপক্ষে বিজেপির প্রার্থী অর্জুন সিং, সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জি ও কংগ্রেসের মোহাম্মদ আলম।
আরেকটি উল্লেখযোগ্য কেন্দ্র হল বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ কেন্দ্র। মতুয়া সম্প্রদায় অধুষ্যিত এই কেন্দ্রটি তৃণমূলের দখলে রয়েছে। এই কেন্দ্রের বর্তমান সাংসদ মতুয়া ঠাকুর পরিবারের সদস্য মমতা বালা ঠাকুর। কিন্তু এবার এই মতুয়া ভোট টানতে বিজেপিও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে। এই বনগাঁ থেকেই চলতি বছরের নিজের প্রথম নির্বাচনী প্রচারণায় শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে মতুয়া ঠাকুর পরিবারের সদস্য মমতার দেয়রের ছেলে শান্তনু ঠাকুরকে।