সব

বিশ্বকাপে যে কারণে ভারতের জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 5th May 2019at 8:46 pm
FILED AS: খেলা
55 Views

খেলাধুলা ডেস্কঃ আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারত যতই চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হোক, সেই টুর্নামেন্টে দেশটির আম্পায়ারের জন্য হয়তো অপেক্ষা করছে দুঃসংবাদ।

এবার বিশ্বকাপের জন্য একমাত্র ভারতীয় আম্পায়ার হিসেবে ছিলেন সুন্দরম রবি। তবে সেই ১৬ জনের প্যানেল থেকে বাদ পড়তে পারেন রবি। জানা গেছে, আম্পায়ারদের যে রিপোর্ট কার্ড তৈরি হয়, সেখানে সবার নীচে আছেন রবি। সে জন্যই বাদ পড়তে পারেন।

তবে আইসিসির তরফ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। এ বছর আইপিএলে বড় বিতর্কে জড়িয়ে ছিলেন রবি। মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচে লাসিথ মালিঙ্গার নো বল দেখতে পাননি তিনি। যার প্রবল সমালোচনা করেন বেঙ্গালুরু ক্যাপ্টেন বিরাট কোহলি।


সর্বশেষ খবর