ডিসট্রিক্ট পুলিশ পেজে এসপি মজাহিদুলকে অভিযোগ,গোয়েন্দা পুলিশের অভিযানে চুরি হওয়া ভ্যান একরাতে উদ্ধার
ফাহিম ফরহাদ রাজশাহী প্রতিনিধি ঃ জনগণের সেবক পুলিশ তা আরো একবার প্রামানিত হলো আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। ডিজিটাল বাংলাদেশে এখন প্রযুক্তির ব্যবহার তুলনামূলক ভাবে বেড়ে চলেছে। শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়েছে মোবাইল-ইন্টারনেট। আর সে ইন্টারনেট মোবাইল কাজে লাগিয়েই গরীব অসহায় এক পরিবার ফিরে পেয়েছে চুরি যাওয়া ব্যাটারি চালিত ভ্যান। একরাতের ভেতর চুরি যাওয়া ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
উদ্ধারকৃত ভ্যান জেলা গোয়েন্দা বিভাগের অফিসার এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম বুলেটিন বাংলাদেশকে জানান, ০৫/০৫/২০১৯ইং শনিবার দুপুরের দিকে শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকা থেকে চুরি হয় একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি। চুরির পর সে এলাকা থেকে ডিস্ট্রিক্ট পুলিশের ফেসবুক পেজে সরাসরি পুলিশ সুপার জনাব, টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম বার-পিপিএমকে ভ্যানগাড়িটি চুরি হবার কথা জানানো হয়। তাৎক্ষণিক সব শুনে জেলা গোয়েন্দা বিভাগে দায়িত্ব দেন পুলিশ সুপার ভ্যানগাড়িটি উদ্ধার করে পরিবারের নিকট বুঝিয়ে দেবার জন্যে।
উদ্ধারকৃত ভ্যান জেলা গোয়েন্দা বিভাগের অফিসার এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম বুলেটিন বাংলাদেশকে জানান, ০৫/০৫/২০১৯ইং শনিবার দুপুরের দিকে শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকা থেকে চুরি হয় একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি। চুরির পর সে এলাকা থেকে ডিস্ট্রিক্ট পুলিশের ফেসবুক পেজে সরাসরি পুলিশ সুপার জনাব, টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম বার-পিপিএমকে ভ্যানগাড়িটি চুরি হবার কথা জানানো হয়। তাৎক্ষণিক সব শুনে জেলা গোয়েন্দা বিভাগে দায়িত্ব দেন পুলিশ সুপার ভ্যানগাড়িটি উদ্ধার করে পরিবারের নিকট বুঝিয়ে দেবার জন্যে।
রাব্বুল ও তাঁর দাদা (বৃৃৃদ্ধা) এসআই জাহিদ কে জানান, ছোট্ট রাব্বুল ভ্যানগাড়িতে ভাড়া মেরে যা রোজগার করে তা দিয়েই মা ছেলে এবং দাদার পেট চলে। রাব্বুলের দাদা খুব অসুস্থ্য। ৩ জনের পরিবারে তাই এ ভ্যানগাড়িটিই একমাত্র সম্বল বেঁচে থাকার। আর সেটিই চুরি করেছিল বদ চোরের দল। এসআই জাহিদ পিপিএম আরো জানান, সারারাত শিবগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে গোয়েন্দা বিভাগের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ০৬/০৫/২০১৯ইং রবিবার ভোর রাতের দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের নয়াগ্রাম থেকে ব্যাটারিচালিত চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়। তবে চোর চক্রের কাউকে আটক করা যায়নি।
এসআই জাহিদ জানান, বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভ্যানটি উদ্ধার করে দিতে পেরে আমাদের রাতজাগা কষ্ট ভুলে গেছি। বৃদ্ধ রাব্বুলের দাদা ও রাব্বুলের নিকট যখন ভ্যানটি বুঝিয়ে দিচ্ছিলাম সবাই আমরা এক অন্য রকম অনুভূতি ভাললাগায় ভেসে যাচ্ছিলাম। শুধু মানবতার জন্য, জনগণের জন্য পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম বার-পিপিএম স্যারও সার্বিক খোঁজখবর রাখছিলেন যাতে ভ্যানটি উদ্ধার করতে পারি। ছোট্ট রাব্বুল ও বৃদ্ধ দাদা ভ্যানটি পেয়ে যে আনন্দ সুখ দেখেছি তাতেই আমাদের পরিশ্রম স্বার্থক। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মানবতার জয় হলো। আগামীতেও তা অব্যাহত রাখার ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুুুুলিশ সুপার জনাব টিএম মুজাহিদুুল ইসলাম পিপিএম, বিপিএম বার মহোদ্বয়ের।
এসআই জাহিদ জানান, বেঁচে থাকার একমাত্র অবলম্বন ভ্যানটি উদ্ধার করে দিতে পেরে আমাদের রাতজাগা কষ্ট ভুলে গেছি। বৃদ্ধ রাব্বুলের দাদা ও রাব্বুলের নিকট যখন ভ্যানটি বুঝিয়ে দিচ্ছিলাম সবাই আমরা এক অন্য রকম অনুভূতি ভাললাগায় ভেসে যাচ্ছিলাম। শুধু মানবতার জন্য, জনগণের জন্য পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম বার-পিপিএম স্যারও সার্বিক খোঁজখবর রাখছিলেন যাতে ভ্যানটি উদ্ধার করতে পারি। ছোট্ট রাব্বুল ও বৃদ্ধ দাদা ভ্যানটি পেয়ে যে আনন্দ সুখ দেখেছি তাতেই আমাদের পরিশ্রম স্বার্থক। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মানবতার জয় হলো। আগামীতেও তা অব্যাহত রাখার ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুুুুলিশ সুপার জনাব টিএম মুজাহিদুুল ইসলাম পিপিএম, বিপিএম বার মহোদ্বয়ের।