মাঝ নদীতে নৌকাডুবি, নিহতের সংখ্যা কমপক্ষে ৬৫
আন্তর্জাতিক ডেস্কঃ ফের নৌকাডুবি৷ টিউনিশিয়াতে এই দুর্ঘটনা ঘটেছে৷ United Nations refugee agency (UNHCR) জানিয়েছে, বহু শরণার্থীদের নিয়ে একটি নৌকা যাত্রা শুরু করেছিল ভূমধ্যসাগরে৷ কিন্তু হঠাৎই নেমে এল সেই কঠিন সময়৷ মাঝনদীতে ভরাডুবি৷ শুক্রবার জল থেকে ১৬ জনকে জীবিত অবস্থায় তুলে আনা সম্ভবপর হয়েছে, জানিয়েছেন, UNHCR-এর এক আধিকারিক ভিনসেন্ট কশেটেল৷
আরও জানা গিয়েছে, নিহতদের মধ্যে ৪জনের দেহ উদ্ধার সম্ভব হয়েছে৷ এখনও চলছে তল্লাশি৷ টিউনিশিয়ার সরকারি সংবাদ সংস্থা টিএপি-র একটি রিপোর্ট অনুযায়ী, ওই নৌকাতে প্রায় ৭০ জন ছিল৷ রাজধানীক ২৭০ কিলোমিটার দক্ষিণে এই নৌকাই হঠাৎ ডুবে যায়৷
গত ফেব্রুযারি মাসেই পূর্ব আফ্রিকার জিবুতিতে নৌকাডুবি হয়৷ যার ফলে অনেকে প্রাণ হারায়৷ প্রায় ৫২-এরও বেশি দেহ পাওয়া গিয়েছে৷ নিখোঁজ হয় বহু মানুষ৷ এই জিবুতিতে ২টি যাত্রীবাহী নৌকা ডুবে যায়৷ খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজ শুরু হয়ে যায়৷ উপস্থিত হয় কোস্টগার্ডরা৷ পাঠানো হয় নিরাপত্তা বাহিনী৷ ২ জনকে জীবিত উদ্ধারও করা হয়৷
এরও আগে গত বছর সেপ্টেম্বরে, তানজানিয়ার নৌকাডুবিতে মৃত্যু হয় ১৩১জনের৷ তানজানিয়ার ভিক্টোরিয়া লেকে নৌকাডুবিটি ঘটে৷ ১০০জন যাত্রীধারণের ক্ষমতা থাকলেও ওই ফেরিতে প্রায় ২০০জন যাত্রীকে নেওয়া হয়েছিল৷ অতিরিক্ত যাত্রী নিয়েই ঘটে বিপত্তি বলে জানা গিয়েছিল৷ তবে টিউনিশিয়াতে কেন এই নৌকা ডুবল তা এখনও স্পষ্ট নয়৷