শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনাই রোল মডেল-দুর্জয়
কামরুল হাসান খান: শিক্ষার আধুনিকায়ন,অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনাই রোল মডেল বলে দাবী জানিয়েছেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।
সোমবার দুপুরে মানিকগঞ্জ শিবালয়ের দশচিড়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর নতুন ভবনের নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি এ দাবী জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদএর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,শিক্ষা অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মো:আলতাফ হোসেন,উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপদেষ্টামন্ডলীর সদস্য ভজন কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বিকাশ সাহা,সাধারন সম্পাদক মো: আব্দুল কুদ্দুস,জেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম উপজেলা ভাইস- চেয়ারম্যান লালন ফকির,মহিলা ভাইস-চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যানগনসহ আ’লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক এই ক্রিকেটার আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার আদলেই দেশ আজ সারা বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে দ্বিতীয় স্থান অর্জনের স্বীকৃতি লাভ করেছে। দেশকে আরো সম্মৃদ্ধির পথে এগিয়ে নিতে এর অংশ হিসেবে পাটুরিয়ায় শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,দ্বিতীয় পদ্মা সেতু,আরিচায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল,সৌন্দর্য বর্ধনে পর্যটন অঞ্চল,হাইট্রিক পার্ক স্থাপনসহ ব্যাপক উন্নয়নমুলক পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করেছে।এর অগ্রযাত্রায় মনোনিবেশসহ দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে ভূমিকা রাখতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় সাড়ে ষোল কোটি টাকা ব্যয়ে এক দশমিক সত্তর একর জমিতে এ ভবনটি নির্মিত হচ্ছে।