সব

চাঁপাইনবাবগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 14th May 2019at 8:46 am
55 Views
ফাহিম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জে ১৩ই মে ২০১৯ইং সোমবার রাত ৯টার দিকে সালেহা খাতুন (১৮) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। জেলা শহরের শংকরবাটী মিনি পাড়ায় ঘটনাটি ঘটে। মৃত তরুণী ওই এলাকার মৃত তৈয়ব আলীর মেয়ে।

ইন্সপেক্টর মো. দুলাল ও স্থানীয়রা জানায়, মানসীক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিল সালেহা। বেশ কিছুদিন ধরে সালেহার আচরণ অন্য রকম ছিল। রাত ৯ টায় একপর্যায়ে নিজ বাড়িতে শয়ন কক্ষে গলায় নিজ ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

সদর থানা পুলিশের ওসি অপারেশন মো. ইদ্রিস আলী রাত সাড়ে ১০টার দিকে তরুণীর আত্মহত্যার তথ্য নিশ্চিত করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে লাশ রাখা হয়েছে। এসময় পরিবারের সদস্যরাও হাসপাতাল চত্তরে উপস্থিত ছিলেন।
তাদের কাছ হতেও একি তথ্য নিশ্চিত হওয়া যায়, তারা জানায় তরুণীর মাথায় বেশ কয়েকদিন যাবৎ ধরে সমস্যা লহ্ম করে আসছিলো পরিবারের সদস্যরা। পারিবারিকভাবে চিকিৎসার প্রস্তুতি গ্রহণ প্রকৃয়াধীন অবস্থায় তরুণী এ আত্মহত্যাটি সম্পন্ন করে বসে পরিবারের দৃষ্টি গোচর করে, এঘটনায় ভিকটিমের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সর্বশেষ খবর