সব

আসন্ন ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 15th May 2019at 9:16 am
66 Views

নড়াইল জেলা প্রতিনিধি ঃ রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর আইনশৃংখলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শরফুদ্দিন, জেলা বিশেষ শাখার ডিআইও (১) এস.এম ইকবাল হোসেন, ডিবি ওসি আশিকুর রহমান, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ, নড়াইল জেলার সকল ব্যাংকে কর্মরত কর্মকর্তাবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, মৌসূমী নিলুসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) সকল ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আসন্ন ঈদকে পুঁজি করে অপরাধী বিভিন্নভাবে সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে জাল টাকা লেনদেনের জন্য অপরাধীরা ঈদকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের চোর, ডাকাতেরও উৎপাত বৃদ্ধি পায় এই সময়। এজন্য সকলকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। তিনি ব্যাংক থেকে টাকা লেনদেনের নিরাপত্তার কথা উল্লেখপূর্বক বলেন, এক ব্যাংক হতে টাকা অন্য ব্যাংকে হস্তান্তর করার সময় যদি কোনপ্রকার বিপদের আশংকা থাকে বা কোন প্রকার ভীতি সন্ত্রস্ত মনে হয় তাহলে অবশ্যই পুলিশকে ইনফর্ম করবেন। তিনি ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ করে বলেন, টাকা লেনদেনর সময় সতর্ক দৃষ্টি রাখতে। বিশেষ করে জাল টাকা শনাক্তকরণে কঠোর সচেতনা অবলম্বন করতে। তিনি আরো বলেন, সাধারণ জনগণের অর্জিত অর্থ ব্যাংকে গচ্ছিত রাখেন এবং প্রয়োজনে উত্তোলন করে থাকেন। অনেকে ঈদকে সামনে রেখে টাকা লেনদেন করে থাকে। ব্যাংক হতে টাকা উত্তোলনের পর কেউ কোন প্রকার দুর্ঘটনার আশংকা করেন তাহলে পুলিশকে জানালে পুলিশ তাকে নিরাপদে পৌঁছে দিতে সবর্দা প্রস্তুত থাকবে।


সর্বশেষ খবর