কৃষকের শ্রমের যথার্থ মূল্যায়ণ চায় রাবি ছাত্র ফেডারেশন
রাবি প্রতিনিধিঃ কৃষকের শ্রম ও ধানের ন্যায্য মূল্যের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বৃহস্পতিবার বেলা দুপুরে তারা এ কর্মসূচি পালন করে।
এসময় সংগঠনটির নেতারা বলেন, সকলেই জানেন সারাদেশে কৃষকের কি চরম দূরবস্থা! কৃষকেরা তাদের ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। যার ফলশ্রুতিতে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে দাড়িয়েছে। কৃষকের এই চরম দুর্ভোগের জন্য দায়ী রাষ্ট্রীয় অব্যবস্থাপনা। আমরা কৃষকের ঘামের যথার্থ মুল্যায়ন চাই।
রাজশাহী বিশ্ববিধ্যালয় ছাত্র ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলমের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, দপ্তর সম্পাদক অন্তু বিশ্বাস, ছাত্র ফেডারেশন মহানগর শাখার আহ্বায়ক ইয়েমিন আরাফাত অন্তর, বেড়া উপজেলা শাখার আহ্বায়ক লিমন সরকার, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর এবং মাহমুদ আকিবসহ অন্যান্য নেতাকর্মীরা।