সব

বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক বাংলাদেশের আতহার আলী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 17th May 2019at 5:35 pm
FILED AS: খেলা
42 Views

 

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর থেকেই ধারাভাষ্য পেশায় জড়িয়ে গেছেন আতহার আলী। আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দেয়ার অভিজ্ঞতা থাকলেও বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়নি তাঁর। তবে আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আতহার আলীর।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে ধারভাষ্য দেন তিনি।

জানা গেছে, বিশ্বকাপের গত আসরে ধারাভাষ্য দেন ৮ জন। এবার সেই তালিকা বর্ধিত করে ২৪ জনকে রাখা হয়েছে। ২৪ জনের তালিকায় আছেন বাংলাদেশের আতহার আলীও।

আতহার ছাড়াও তালিকায় আছেন সৌরভ গাঙ্গুলি, ওয়াসিম আকরাম, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ, নাসের হুসেইন, রমিজ রাজা,মাইকেল ক্লার্ক। ইয়ান বিশপ, সাইমন ডুল, পমি এম্বাংগওয়া, সঞ্জয় মাঞ্জরেকার,মেলানি জোন্স,মাইকেল স্লেটার, হার্শা ভোগলে, এলিসন মিচেল, মার্ক নিকোলাস, ব্রেন্ডন ম্যাককালাম, শন পলক, ইশা গুহা, ইয়ান ওয়ার্ড , মাইকেল হোল্ডিং, মাইকেল এথারটন ও ইয়ান স্মিথ।


সর্বশেষ খবর