সব

শিক্ষক নিয়োগ পরীক্ষার সংশোধিত সূচি ঘোষণা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 17th May 2019at 5:43 pm
53 Views

 

অনলাইন ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত এই সংশোধিত সূচি অনুযায়ী প্রথম দুই ধাপের পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে। ফলে প্রথম ধাপের পরীক্ষা ২৪ মে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ৩১ মে নেওয়া হবে। তবে তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ ১৪ জুনের পরিবর্তে ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২১ জুনের পরিবর্তে ২৮ জুন নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় সর্বমোট ১৩ হাজার পদের বিপরীতে ২৪ লাখ ১ হাজার ৯১৯ প্রার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। এর আগে চলতি মাসের ১৭ তারিখ থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও ওই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় এ নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মে, ৩১ মে, ১৪ জুন এবং ২১ জুন সকাল ১০টায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।


সর্বশেষ খবর