যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছয় জন নিহত
ডেসজ রিপোর্টঃ বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই নির্মাণ শ্রমিকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ জানান, রুপসা থেকে মোল্লাহাটের উদ্দেশে বাসটি যাচ্ছিল। সকালে উপজেলার কাকডাঙ্গা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে একজন মারা যান। এসময় আহত হন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
তিনি আরও জানান, হতাহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।