সব

রমজানের পবিত্রতা রক্ষার আহবান এমপি দুর্জয়ের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 18th May 2019at 10:36 pm
75 Views

কামরুল হাসান খান: রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়েছেন- বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক,বিসিবি’র পরিচালক,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।

শনিবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর ডি.এন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আ’লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য কালে উপস্থিত নেতাকর্মী,ধর্মপ্রাণ মুসলমান ও সুভানুধায়ীদের প্রতি তিনি এ আহবান জানান।

উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিবএর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,সহ- সভাপতি অ্যাডভোকেট শচিন্দ্রনাথ মিত্র,যুগ্ম- সাধারন সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু,জেলা মহিলা আ’লীগের সভানেত্রী নীনা রহমান,জেলা ‘লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল খালেক বিএসসি,জেলা পরিষদ ও জেলা আ’লীগের সদস্য মাহাবুবুর রহমান জনি,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বোপারী, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুলসহ সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবেক এই ক্রিকেটার আরো বলেন,আজ দেশের মানুষ স্বস্থির নি:শ্বাস ফেলছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ দ্বিতীয় উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। যার ফলশ্রুতিতে পৃথিবীর উল্লেখযোগ্য দেশগুলো বর্তমানে বাংলাদেশকেই অনুসরন করছে।এর সবকিছুই জননেত্রী শেখ হাসিনার কারনে সম্ভব হয়েছে।

তিনি বলেন,দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে।এর ধারাবাহিকতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করতে সকলকে সম্মিলিত গনমত গড়ে তোলার পরামর্শ দেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।


সর্বশেষ খবর