সব

ইসরাইলের কারাগারে ৪৯ দিন ধরে দুই ফিলিস্তিনির অনশন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 21st May 2019at 1:20 pm
39 Views

আন্তর্জাতিক ডেস্কঃ প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি (পিপিএস) জানিয়েছে, অবৈধভাবে আটক রাখার প্রতিবাদে ইসরাইলের কারাগারে ৪৯ দিন ধরে দুইজন বন্দী অনশন করছেন। তাঁদের বিচার ছাড়াই কারাগারের আটক করে রাখা হয়েছে। আটকাদেশ অবসানের দাবিতে অনশন করে আসছেন তাঁরা।

পিপিএস বলছে, ওদাহ আল-হেরাউব (৩২) এবং হাসান আল-উওয়ি (৩৫) নামের দুইজন বন্দীদের আটক করা হয়। অবৈধ প্রশাসনিক আটক থেকে মুক্তি দেওয়ার জন্যই কারাগারের ভেতরে আন্দোলন করে আসছেন তাঁরা।

ওদাহ আল-হেরাউবকে আটক করা ২০১৮ সালের ডিসেম্বর মাসে। অন্যদিকে হাসান আল-উওয়িকে আটক করা হয় ২০১৯ সালের জানুয়ারি মাসে।

পিপিএস জানায়, দুই বন্দীর স্বাস্থ্য পরিস্থিতির চরম অবনতি হয়েছে। কিন্তু জেল কর্তৃপক্ষ তাঁদেরকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করছে কয়েকদিন পর পর। তাঁদের দাবি আদায় থেকে বিরত রাখতেই এই কাজ করছে কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর