যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ চায় না বাগদাদ : ইরাকের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্কঃইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা চরম আকার ধারণ করে যুদ্ধে রূপ নেওয়া দেখতে চায় না ইরাক। মঙ্গলবার এ কথা বলেছেন তিনি।
এদিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষের আশঙ্কায় ইরাকের সরকারি কর্মকর্তারা আতঙ্কের মধ্যে দিন পার করছেন। নিরাপত্তা শঙ্কায় ইরাক থেকে মার্কিন নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশনার কারণে সেই শঙ্কা বহুগুণে বেড়ে গেছে।
ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, উত্তেজনা প্রশমনের জন্য ওয়াশিংটন ও তেহরানে প্রতিনিধিদল পাঠানো হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইরাক চেষ্টা করছে। তবে সেটা মধ্যস্থতা নয়।
তিনি এমন এক সময় এ ধরনের মন্তব্য করলেন, যার একদিন আগেই ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের পাশেই রকেট হামলা চালানো হয়। তবে ওই রকেট হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এখন পর্যন্ত হামলার দায়ও নেয়নি কোনো গোষ্ঠী।