সব

কাবা শরিফে শেষ রাতে মুষলধারে বৃষ্টি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 23rd May 2019at 4:17 pm
51 Views

আন্তর্জাতিক ডেস্কঃ গত সোমবার (২০ মে) শেষ রাতে কাবা শরিফে মুষলধারে বৃষ্টি নামে। শেষ রাতের এ বৃষ্টিকে অনেকেই আল্লাহর একান্ত রহমত বলে মনে করেন। বৃষ্টি শুরু হতে বহু মুমিন মুসলমান আল্লাহর একান্ত রহমত লাভে বৃষ্টিতে ভিজে তাওয়াফ ও নামাজ আদায় করেন।

কাবা শরিফ এলাকায় সেদিন দিনভর রোদ থাকলেও বিকেল থেকেই আকাশে মেঘ জমতে থাকে। শেষ রাতের দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা ১৫ মিনিট বৃষ্টি হয়। এ সময় কাবা চত্ত্বরের মুসল্লিরা বৃষ্টিতে ভিজে ভিজে তাওয়াফ করতে থাকেন।

এদিন বৃষ্টি শুরুর খবর জানাজানি হলে বিভিন্ন হোটেলে অবস্থানকারী মুসল্লিরা বৃষ্টিতে ভিজে তাওয়াফ করতে চলে আসে কাবা শরিফে। তারা কাবা চত্ত্বরে বৃষ্টিতে ভিজে ভিজে তাওয়াফ করেন। আবার কেউ কেউ বৃষ্টিতে ভিজে ভিজেই নামাজ আদায় করেন।

বৃষ্টি চলাকালে কাবা শরিফের তাওয়াফ চত্ত্বর উচ্চ কন্ঠে তাকবির ও দোয়া করতে থাকেন মুসল্লিরা।

বৃষ্টির কারণে কাবা শরিফের তাওয়াফ চত্ত্বর ও মসজিদে হারামের আঙ্গিনায় পানি জমতে শুরু করে। তবে মসজিদে হারামের নিরাপত্তারক্ষী ও পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত অপসারণ করে কাবা চত্ত্বরে নামাজের উপযোগী করে তোলেন।


সর্বশেষ খবর