সব

দেশে ফিরেই মির্জা ফখরুলের জরুরি সংবাদ সম্মেলন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 23rd May 2019at 4:22 pm
64 Views

আমারবাংলা ডেস্কঃ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরের দিন শুক্রবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, বিএনপি মহাসচিব একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকক থেকে দেশে ফিরবেন। শুক্রবার বেলা ১১টায় তিনি সংবাদ সম্মেলনে কথা বলবেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই কথা বলবেন মহাসচিব।

র আগে গত ১৫ মে চিকিৎসার জন্য বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে সস্ত্রীক ব্যাংকক যান ফখরুল। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেন তিনি।


সর্বশেষ খবর