সব

“বার্ষিক ইফাতার ও ঈদ বস্ত্র বিতরণ করলো সন্ধানীর-ইস্ট-ওয়েষ্ট ও আপডেট ডেন্টাল কলেজ”

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 24th May 2019at 4:51 pm
253 Views

 

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতা পদক” প্রাপ্ত সংগঠন “সন্ধানী” এর শাখা “সন্ধানী ইস্ট-ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের” আয়োজনে অনুষ্ঠিত হয় “বার্ষিক ইফাতার ও দোয়া মাহফিল”। গতকাল রোজ বৃহস্পতিবার, ২৩.০৫.১৯ ইং তারিখে ঢাকাস্থ উত্তরায় অনুষ্ঠানে প্রায় ৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ এবং প্রায় ৫০ জন অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্ধানী ইস্ট-ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের আজীবন সদস্যা এবং আপডেট ডেন্টাল কলেজ ও আইচি হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান, উলফাত জাহান মুন”। বিশেষ অতিথি ছিলেন, আপডেট ডেন্টাল কলেজের সম্মানিত উপাধ্যক্ষ – প্রফেসর ডা. আব্দুল কাদের রুবেল সহ এনেস্থেশিয়া বিভাগের প্রধান- ডা. সিদ্দিকুর রহমান এবং খ্যাতনামা গাইনোকোলজিস্ট ডা. রাতু রুমানা।

 

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি – ডা. বিপ্লব মন্ডল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক – ডা. কে,এম আসিফ। প্রতিষ্ঠাতা সদস্যদের ডা. রাইয়ান আমির এবং ডা. মহিউদ্দীন মনি। অন্যান্য উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. হুজ্জাতুল ইসলাম খান সাইমুম, ডা.ফেমাস উদ্দীন চয়ন ( সাবেক কেন্দ্রীয় সভাপতি), ডা. সৈকত রয় এবং উপদেষ্টা, রবিউল হাসান পলাশ।

সংগঠনের সভাপতি – নাজমুল আলম এবং সাধারণ সম্পাদক – রুবাইয়াত তাজপিয়া স্নেহা তাদের বক্তব্যে সবার নিকট সাহায্য-সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের জন্য সবার নিকট দোয়া চান।

ভবিষ্যতে এই ধরণের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে সন্ধানীকে আরোও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করেন তারা।
উল্লেখ্য যে- সন্ধানী, ১৯৭৭ সাল তথা জন্মলগ্ন থেকেই স্বেচ্ছায় রক্তদান আন্দোলন, মরণোত্তর চক্ষুদান এবং অন্যান্য সকল সামাজিক কার্যক্রম ধারাবাহিক ভাবে করে আসছে।


সর্বশেষ খবর