সব

নিরাপদ সড়ক বা যাত্রী কল্যাণের নামে প্রতারণা প্রতিরোধ করুন : সেভ দ্য রোড

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 25th May 2019at 11:12 pm
80 Views
বিশেষ প্রতিবেদকঃ  সেভ দ্য রোড-এর যুগপূর্তি উপলক্ষে ‘নিরাপদ সড়ক-রেল-নৌ ও আকাশ পথ : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার সভায় বক্তারা বলেছেন, নিরাপদ সড়কের বা যাত্রী কল্যাণের নামে প্রতারণা প্রতিরোধ করুন।
কেননা, এই প্রতারক সংগঠকদের আঁতাত আর দালালির কারণে নাগরিক জীবন যেন আজ ওষ্ঠাগত।
বিকেল ৪ টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।
যুগপূর্তির প্রতিবেদন পাঠ করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। অতিথি ছিলেন সেভ দ্য রোড-এর উপদেষ্টা এসডি দিদার। বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, এড. ফারুক আহমেদ, হেদায়েত উল্লাহ মানিক, মনোয়ার হোসেন তৌফিক, মাঈনুল হাসান মৃধা, যুগ্ম মহাসচিব আনোয়ার সাঈদী, গোলাম ওয়াজেদ সরকার রানা, হাসিবুল হক পুনম, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবু বকর সিদ্দিক রতন, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, এম এ মামুন বাবুল, হুমায়ুন কবির, ইসলাম উদ্দীন সরকার, সুলতানা রাত্রী, শ্রমিক নেতা নুরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর