সব

মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 28th May 2019at 1:46 pm
57 Views

আমারবাংলা ডেস্কঃ আগামী ৩০ মে অনুষ্ঠয় দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোদ দিতে তিন দিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, ‘২৯ মে বিকেলে রাষ্ট্রপতির তিন দিনের সফর শুরু হবে। ৩১ মে তিনি দেশে ফিরবেন।’

তিন দিনের এই সফরে ৩০ মে মোদির শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার পর আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভারতের রাষ্ট্রপতির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ৩০ মে সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন।

উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয়ের পর রাষ্ট্রপতি কোবিন্দ গতকাল সোমবার নরেন্দ্র মোদিকে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এর আগে এনডিএ নেতৃবৃন্দ মোদিকে তাদের সংসদ নেতা নির্বাচন করেন।


সর্বশেষ খবর