সব

তানজীবের নতুন গানের ভিডিও দেখে বিস্মিত ভক্তরা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 28th May 2019at 2:16 pm
53 Views

]

বিনোদন ডেস্কঃ ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ারের বড় ভালবাসি। মেঘ মিলন, মিথ্যা শিখালি, দিল আমার সহ বেশকিছু জনপ্রিয় গান গেয়ে ইতিমধ্যে দর্শক মন জয় করেছে। ‘বড় ভালোবাসি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে সিডি চয়েস এর ব্যানারে।

গানের কথা ও সুর উভয়ই করেছেন শিল্পী নিজেই। সঙ্গীত আয়োজনে ছিলেন সাজিদ সরকার। গানটির শুটিং হয়েছে নারায়ণগঞ্জের পানামসিটি, সাভারের গোলাপবাগানসহ ঢাকার আশেপাশে বেশ কিছু লোকেশনে।

তানজীব সারোয়ার বলেন,গানটিতে দর্শকরা অনেক চমক পাবে। চমক বলছি এই কারণে এর আগে এই ধরনের চরিত্রে আমি অভিনয় করিনি। এটা এক ধরনের নতুন অভিজ্ঞতাও বটে।

তানজীবের বক্তব্যের সত্যতা পাওয়া গেল ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবের গানটির মন্তব্য বাক্সে। ভক্তরা বিস্মিত হয়েছেন মুগ্ধ হয়েছে- আর সেসব কথাই জানাচ্ছেন মন্তব্য করে।

গানটিতে তানজীব সারোয়ারে বিপরীতে মডেল হিসেবে অভিনয় করেছেন মারিয়া নুনী। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেন সোহেল রাজ।

সোহেল রাজ বলেন, গল্পটি আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী করতে পেরেছি। কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী এবং দর্শকরা নতুনত্য কিছু পাবে


সর্বশেষ খবর