সব

ইত্যাদিতে এবার অর্ধশত বিদেশি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 29th May 2019at 1:18 pm
50 Views

বিনোদন ডেস্কঃ প্রায় দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের দিয়ে বাঙালি লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়মিতভাবে তুলে ধরছে ‘ইত্যাদি’। শুরুর দিকে ১০-১২ জন বিদেশি নিয়ে এই পর্ব করা হলেও মাঝে মাঝে সেই সংখ্যা পৌঁছেছে ১০০-তেও।

এবারের ‘ইত্যাদি’তে বিদেশি পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানা দেশের ৫০ জন নাগরিক। তাঁদের অর্ধেক অংশ নিয়েছেন নৃত্যে আর অন্যরা অভিনয়ে।

ঈদের পরদিন রাত ১০টা ২০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ‘ইত্যাদি’। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন।


সর্বশেষ খবর