শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিকে সহায়তা দেবে জাপান
আমারবাংলা ডেস্কঃ জাপান-বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিকে সহায়তা দেবে জাপানি সংস্থাটি।
এছাড়া জাপানের নিউ এরার সঙ্গে সামিট গ্রুপের সমঝোতা সই হয়েছে।
জাপান-বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শাকুরাই হিরোকি তার সংগঠন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মধ্যে স্বাক্ষরিত চুক্তিপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিকে সহায়তা বিষয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশের সামিট গ্রুপ এবং জাপানের এনার্জি কোম্পানি নিউ এরা নিজেদের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
আজ বুধবার দেশটির রাজধানী টোকিওতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়। সামিট গ্রুপের ফয়সাল করিম খান এবং নিউ এরার পক্ষে তশিরো কদোমা সমঝোতা স্মারকে সই করেন।