ইউজিসির চেয়ারম্যানকে অভিনন্দন জানাল ইস্টার্ন ইউনিভার্সিটি
শিক্ষা প্রতিনিধিঃ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি।
বিশ^বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগলের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার (২৯ মে, ২০১৯) রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধি দলে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ট্রেজারার এ এস মাহমুদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার জাহিদ,ইঅ্যান্ডটি ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো.মনিরুজ্জামান, জনসংযোগ বিভাগের পরিচালক সাজেদ ফাতেমী ও উপাচার্যের একান্ত সহকারী কাজী ফারহানা ইসলাম।
অভিনন্দনপর্ব শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন সংক্ষেপে বিশ^বিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন এবং কিছু উল্লেখযোগ্য কর্মকান্ড সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন।
এ সময় দেশের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নে এগিয়ে আসতে ইস্টার্ন ইউনিভার্সিটির সহযোগিতা প্রত্যাশা করেন।
অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে চার বছরের জন্য ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে গত ২২ মে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।