বিএনপির সংসদে যেতে চাপের চেয়ে লোভ বেশি ছিল
স্টাফ রিপোর্টারঃ বিএনপির সংসদ সদস্যদের সংসদে যেতে চাপের চেয়ে লোভ বেশি ছিল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
গয়েশ্বর বলেন, পার্লামেন্টে যাওয়ার ব্যাপারে চাপ ছিলো ঠিক। কিন্তু চাপের চেয়ে লোভ বেশি ছিলো। এরা একটা দিনও কি বলেছে খালেদা জিয়া মুক্ত না হলে পার্লামেন্টে যাবো না? পাঁচজনের একজনও কি বলেছেন একদিন? তাহলে তাদের কাছে পার্লামেন্ট জরুরি। খালেদা জিয়ার মুক্তি জরুরি না।
তিনি বলেন, বিএনপি পার্লামেন্টে যাবে না। আবার পার্লামেন্টে গেলাম কেনো? এখান থেকে বুঝতে হবে আমাদের প্রতিশ্রুতির অভাব আছে। আমরা অবাধ্যকে বাধ্য করতে পারি না। কারণ তাদের দলের প্রতি রাজনীতির প্রতি কোনো প্রতিশ্রুতি নাই। এই পাঁচটা লোককে আমরা যদি বাধ্য করতে পারতাম তাহলে আজকে আপনাদের এই দুঃখটা থাকতো না। মানুষের কাছেও আজকে জবাব দিতে হতো না।