টাইগারদের অপেক্ষায় কার্ডিফের
অনলাইন ডেস্কঃ বিশ্বকাপ বলেই হয়তো ঝুঁকিটুকু নেবে না ইংল্যান্ড। বাংলাদেশের চিরাচরিত দূর্বল জায়গাটাতেই আঘাত করতে চাইছে স্বাগতিক দেশটি। কার্ডিফে আজ সবুজ উইকেটে খেলা হবে। যার অর্থ, উইকেটে পেসের সাথে বাউন্সও থাকবে। নিজেদের চেনা উইকেটেই টাইগারদের হারানোর ছক কষছেন ইয়ন মরগান। সবুজ উইকেটে খেলা তারই প্রমাণ।
বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেই ব্যাটিংবান্ধব উইকেটে খেলেছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দেখা পেলেও শেষ মূহূর্তের ভুলে হারতে হয়েছে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে তাই আর কোনো ঝুঁকিতে যাচ্ছে না বিশ্বকাপের আয়োজক দেশটি। কার্ডিফের সবুজ উইকেটে টাইগারদের স্বাগত জানাচ্ছে ইংল্যান্ড।
কার্ডিফে অবস্থানরত ক্রিকেট সমর্থক ও সাংবাদিকদের টুইটে জানা গেছে যে, কার্ডিফের উইকেটে আজ ঘাস থাকছে। বেশ সবুজাভ হয়েছে উইকেট। আউটফিল্ডও দারুণ গতিসম্পন্ন থাকছে।