গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর
অনালাইন ডেস্কঃ রাজধানীর শনির আখড়ায় একটি বিপণী বিতানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধসে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে শনির আখড়া মোড় বাসস্ট্যান্ডের পাশে মসজিদ রোডের ‘রেহানা প্লাজা’য় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
নিহত পথচারীর নাম ফরিদ আহমেদ (৫০) বলে জানা গেছে। তিনি কদমতলীর রসুলপুর এলাকায় থাকেন।
নিহতের স্ত্রী রওশন আরা গণমাধ্যমকে জানান, রিকশায় করে ওই এলাকা দিয়ে বাজার করার জন্য যাচ্ছিলেন ফরিদ। এসময় দেয়াল ধসে কয়েকটি ইট তার মাথায় পড়লে তিনি আহত হন। এই অবস্থায় ফরিদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাবুদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভবনের তিনতলার একটি দেয়াল সম্পূর্ণ ধসে পড়েছে। সেখানে এক্সিম ব্যাংকের শাখা আছে। সেখানেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত একজনের মরদেহ পাওয়া গেছে।