সব

ভারতের বিহারে তীব্র তাপপ্রবাহে অর্ধশতাধিক মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 16th June 2019at 3:13 pm
52 Views

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারে চরম পর্যায়ে পৌঁছেছে তাপমাত্রা। তীব্র তাপ প্রবাহে এই রাজ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরো জানা গেছে, তীব্র তাপপ্রবাহের জেরে বিহারের নওদা জেলায় প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে। আর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক মানুষ। তাই পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন জেলা শাসক কুশল কুমার।

অন্যদিকে ঔরঙ্গাবাদের অবস্থা সবচেয়ে সংকটজনক। গত দুই দিনে এখানে ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মৃতদের পরিবার প্রতি চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একইসঙ্গে তিনি গরম মোকাবিলায় জেলা শাসকদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়াও গয়াতে ১৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গয়ার বাসিন্দাদের গরমে রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন জেলা শাসক অভিষেক সিং।

আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, গয়ার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ও ভাগলপুরের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। তুলনামূলকভাবে পূর্ণিয়ার তাপমাত্রা কম, এখানে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।


সর্বশেষ খবর