সব

এস-৪০০ কেনার বিষয়ে ভারতকে ফের সতর্ক আমেরিকার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 17th June 2019at 2:34 pm
59 Views

আন্তর্জাতিক ডেস্কঃগত অক্টোবরে রাশিয়ার সঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেনার চুক্তিতে সই করে ভারত। সেই এস-৪০০ নিয়ে আমেরিকার মাথা ব্যথা এখনও কমছে না। রাশিয়ার থেকে এস-৪০০ কিনলে ভারতের বড় ধরনের ক্ষতি হবে বলে ফের হুঁশিয়ারি দিল আমেরিকা। ‘জি-২০’ জোটের দেশগুলির শীর্ষ সম্মেলনের মাঝে এ কথা জানালেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো ওসাকায়।

সম্প্রতি মার্কিন বিদেশ দপ্তরের সহকারী সেক্রেটারি অ্যালিস ওয়েলস জানান, প্রতিরক্ষায় ভারতকে যতটা সম্ভব সাহায্য করতে রাজি আছে আমেরিকা। ভারতের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও চুক্তি করতে আগ্রহী তারা। ভারতকে আরও অনেক নতুন সমরাস্ত্র বেচতে রাজি আমেরিকা। তবে দিল্লি যদি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার সিদ্ধান্ত থেকে পিছু না হঠে, সে ক্ষেত্রে আমেরিকাও অন্য ভাবে ভাবতে বাধ্য হবে।

এদিকে এই ক্ষেপণাস্ত্র কেনার মাস খানেক আগে এস-৪০০-কে ‘গেমচেঞ্জার’ আখ্যা দিয়েছিলেন ভারতের বিমান বাহিনীর প্রধান বি এস ধানোয়া। তিনি বলেছিলেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হামলাকারী যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোন চিহ্নিত করে তাকে পাল্টাটা ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে দিতে সক্ষম। এর পাল্লা ৪০০ কিলোমিটার। অর্থাৎ ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম। যার অর্থ হলো, পাকিস্তানের প্রায় সবকটি বিমান বাহিনী ঘাঁটি, চীনের বেশ কয়েকটি বিমান বাহিনী ঘাঁটি ভারতের নাগালের মধ্যে চলে আসবে। পাকিস্তান আর চীনের সম্পর্ক যে ভাবে সীমান্তে ভারতের চাপ বাড়াচ্ছে, সে ক্ষেত্রে এস-৪০০ যে প্রতিরক্ষায় অনেকটাই শক্তি বাড়াবে, তাতে কোনও সন্দেহ নেই।

উল্লেখ্য, ২০০৭ সালে এস-৪০০ ক্ষেপনাস্ত্র তৈরি করে রাশিয়া। একই সঙ্গে ৪৮টি শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে মাটিতে নামাতে সক্ষম এই আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া যে সব অত্যাধুনিক যুদ্ধবিমানকে রাডারে ধরা যায় না সেগুলিকেও চিহ্ণিত করতে পারে এই ক্ষেপনাস্ত্র।
সূত্র : জিন নিউজ


সর্বশেষ খবর