ইস্টার্ন ইউনিভার্সিটির ইঅ্যান্ডটি ফ্যাকাল্টির গ্র্যাজুয়েশন ডিনার
শিক্ষা প্রতিনিধিঃ ইস্টার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইঅ্যান্ডটি) ফ্যাকাল্টির গ্র্যাজুয়েশন ডিনার গত বুধবার (২৬ জুন, ২০১৯) রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের প্রথিতযশা বিজ্ঞানী ড. এম কায়কোবাদ।
অনুষ্ঠানে সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা ৪৫ জন শিক্ষার্থীসহ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির শিক্ষকেরা অংশ নেন। সব অনুষদের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার পর বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের আয়োজন করে থাকে।
গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠানে অংশ নেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল, সাবেক চেয়ারম্যান ও বর্তমান সদস্য আবুল খায়ের চৌধুরী, সদস্য এস কে সাইদুর রহমান, উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মির্জা গোলাম রব্বানী প্রমুখ।