কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় আমিনুর ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩০ জুন) সকালে কালীগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর ইসলাম কালীগঞ্জ শহরের চাচড়া গ্রামের ঝন্টু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আমিনুর মোটরসাইকেলে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। তিনি নতুন বাজার এলাকায় পৌঁছালে কোটচাঁদপুরমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।