সব

শ্রীপুরে স্পিনিং মিলের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 3rd July 2019at 3:14 pm
42 Views

আমারবাংলা ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরের অটো স্পিনিং মিলের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আর কোনো ব্যক্তি নিখোঁজ নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোর ৪টার দিকে তিনটি অঙ্গার দেহ বের করে আনা হয়। এছাড়া গতকাল একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আরো দুজনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে কারখানার এসি প্ল্যান্ট থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- পাবনার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের কেরামত সরদারের ছেলে সুজন সরদার (৩০) এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানার ভুবনপোড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আবু রায়হান (৩৫)। দু’জনই এসি প্ল্যান্টের শ্রমিক ছিলেন।

এদিকে আজ ভোরে উদ্ধার হওয়া নিহত ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন- শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার (২৭), গাজীপুর ইউনিয়নের হাছেন আলীর ছেলে শাহজালাল (২৬) ও কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ভান্নারা গ্রামের মৃত শামছুল হকের ছেলে সেলিম কবির (৪২)।


সর্বশেষ খবর