মানুষের সেবাই পুলিশের ধর্মঃ বিধান ত্রিপুরা
মো হৃদয় খানঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ উওরা বিভাগ আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে মানুষের সেবাই পুলিশের ধর্ম বলে মন্তব করেছেন উপ-পুলিশ কমিশনার, উওরা বিভাগ, বিধান ত্রিপুরা, পিপিএম ।
শুক্রবার উত্তরায় তিন নং সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে ও মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি বক্তবে তিনি একথা বলেন ।
তিনি বলেন, আমরা রাত দিন মানুষের জন্য কাজ করে যাচ্ছি, মানুষদের সেবা দিতে কমিউনিটি পুলিশিং চালু হয়েছে । কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মানুষের কাছে সেবা পৌঁছে দেয়া সম্ভব । সন্ত্রাস, মাদক, ইত্যাদি কমিউনিটি পুলিশিং দিয়ে নির্মূল করা সম্ভব । এ সময় কমিউনিটি পুলিশিং এর কিছু ভিডিও চিত্র সবার কাছে তুলে ধরেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এযাডভোকেট সাহারা খাতুন-এম.পি, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দিপুমনি-এম,পি, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক-বিপিএম, পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মোঃ আছাদুজ্জামান মিয়া-বিপিএম, পিপিএম এবং ১নং ওয়াড কমিশনার মো আফছার উদ্দিন খান প্রমুখ ।
এর আগে ৬টি থানার অনুষ্ঠান দেখতে আশা মানুষ ভিবিন্ন রংগে সাজ সাজে । ছয়টি থানা লোক সমাগম বেশি ছিল তুরাগ থানা হলুদ ।
অতিথিরা সবাই বিভিন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন । অনুষ্টানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।