সব

ঝিনাইদহের কালীগঞ্জে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 5th July 2019at 6:24 am
45 Views

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

৪ই জুলাই বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের মাঠের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে বাবরা মাঠের একটি বাগানের আমগাছে হোসেন আলী নামের এক গরু ব্যবসায়ীর লাশ ঝুলে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখে রুমাল ও পা বাঁধা ছিল।

বুধবার বিকেলে সদর উপজেলার গান্না বাজারে পাওনা ৬০হাজার টাকা আনতে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

নিহত হোসেন আলীর দুলাভাই ভিকু আলী জানান, বুধবার বিকালে গান্না যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সকালে মাঠে কৃষকরা হোসেন আলীর লাশ গাছে ঝুলতে দেখে তাদের খবর দেয়।

তিনি বলেন, পেশাই গরু ব্যবসায়ী গান্না থেকে ৬০ হাজার টাকা বাড়িতে আনার কথা বলে বের হয়েছিলেন। তাদের ধারণা টাকা ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে। যেখানে হোসেন আলীকে হত্যা করা হয়েছে তার পাশেই একটি ব্যাগে আম,ছাতা, ও পায়ের জুতা পড়ে রয়েছে।


সর্বশেষ খবর