১১ জুলাইকে নিরাপদ পথ দিবস’ ঘোষণার দাবীতে সেভ দ্য রোড-এর সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ ১১ জুলাইকে নিরাপদ পথ দিবস ঘোষণা ও আকাশ-সড়ক-রেল ও নৌপথ নিরাপদ রাখতে দুর্নীতি- নৈরাজ্য বন্ধের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সেভ দ্য রোডের চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
প্রধান বক্তা ছিলেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী। বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান চ্যানেল আই জয়পুরহাট প্রতিনিধি শফিউল বারী রাসেল, হেদায়েত উল্লাহ মানিক, যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান খোকন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু বকর রতন, সহ-সভাপতি ইসলাম উদ্দীন সরকার, সাংবাদিক উজ্জল ভূ্ইঁয়া, কবির হোসেন সুমন, শফিউল আলম উজ্জল, আনিকা আহমেদ, শ্রমিক নেতা তপন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেড এম কামরুল আনাম বলেন, জাতির জনকের স্বপ্নের সোানার বাংলাদেশ সড়ক-আকাশ- নৌ ও রেলপথ নিরাপদ করতে হবে। আর সেই লক্ষ্যে এই ৪ পথ সংশ্লিষ্টদের দুর্নীতি প্রতিরোধ করতে হবে।