সব

কোটালীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ পালিত হয়েছে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 11th July 2019at 9:15 pm
58 Views

রনী আহম্মেদ, কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি :দুইটি সন্তানের বেশি নয় একটি হলে ভাল হয়” এই স্লোগানের মধ্য দিয়ে এবং “বিশ্ব জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর, প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১০টায় একটি র‌্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়ে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে উক্ত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কোটালীপাড়া পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রেমানন্দ মন্ডল। জনসংখ্যা উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুদেব চক্রবর্তী (এমওএম-এমসিএইচএফপি), পূর্ণচন্দ্র হালদার(এইউএফপিও), সুজিত পোদ্দার (ইউএফপিএ), আঃ জলিল হাওলাদার (এফপিআই), মনিমোহন বাড়ৈ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন- বাল্য বিবাহ এখনো একটি বড় সামাজিক সমস্যা হিসাবে বিদ্যমান। সেবা প্রাপ্তির ক্ষেত্রে ধনী-গরীব, শহর-গ্রাম, শিক্ষিত-অশিক্ষিত এর মধ্যে পাথর্ক্য ও বাল্য বিবাহ দূর করতে পারলে জন সংখ্যার টেকসই উন্নয়ন তরান্বিত করা সম্ভব বলে মত প্রকাশ করেন বক্তারা।

এর পরে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করেন।


সর্বশেষ খবর