সব

রুয়েটে প্রহরীকে গলা কেটে ব্যাংক ডাকাতির চেষ্টা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 13th July 2019at 7:16 am
61 Views

রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা রূপালী ব্যাংক লিমিটেডে ডাকাতির চেষ্টা করা হয়েছে।

ব্যাংকের দায়িত্বরত প্রহরীর গলা কেটে বৃহস্পতিবার মধ্যরাতে এ চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এসময় ব্যাংকের ভল্ট ঘেষে দেয়াল না কাটতে পেরে পালিয়ে যায় তারা।

আহত প্রহরীর নাম, লিটন (২৪)। সে মহানগরীর রামচন্দ্রপুর বাশার রোড এলাকার নুরুল ইসলামের ছেলে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন লিটনের চিকিৎসক।

জানতে চাইলে ব্যাংকের রুয়েট শাখার ম্যানেজার সোয়াইবুর রহমান খান জানান, ‘বৃহস্পতিবার আনুমানিক রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের নিচতলায় অবস্থিত ক্যাফেটেরিয়ার গেট ভেঙে দোতলায় আসে। এ সময় ব্যাংকের প্রধান ফটকের সামনের সিসি ক্যামেরাটি তারা অকেজো করে দেয়। পরে তারা ব্যাংকের প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকে থাকা প্রহরী লিটন তাদেরকে বাধা দেয়। এতে দুর্বৃত্তরা লিটনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। দুর্বৃত্তরা ব্যাংকের ভল্টের দেয়াল ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা পালানোর পর লিটন আমাকে (ম্যানেজার সোয়াইবুর) ফোন করে বিষয়টি জানান।

তিনি আরো বলেন, লিটনের ফোন পেয়ে আমি বিষয়টি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও পুলিশকে জানাই। পুলিশ মুমূর্ষু অবস্থায় লিটনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ব্যাংক থেকে দুর্বৃত্তরা কোনো টাকা-পয়সা লুট করতে পারেনি। এ ঘটনায় ব্যাংকের উর্ধ্বতনদের সঙ্গে কথা বলে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘সিসি ক্যামেরা নষ্ট করার পূর্বে দুর্বৃত্তদের একজন ক্যামেরায় ধরা পড়েছে। তবে তার মুখটি কাপড়ে ঢাকা ছিল। আমরা ক্রাইম সিন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। এঘটনায় থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য আমরা কাজ শুরু করেছি।


সর্বশেষ খবর