তিতুমীর কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
মোঃসাখাওয়াত হোসেনঃ “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন বাঁধন, সরকারি তিতুমীর কলেজ ইউনিটের উদ্যোগে ২ দিন ব্যাপি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলেজ অডিটোরিয়ামের সামনে এই ক্যাম্পেইন এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। “বাঁধন” তিতুমীর কলেজ ইউনিটের সাধারন সম্পাদক হাবিবুল্যাহ হাবিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবেদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর কামরুন নাহার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসিমা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক , মোঃ মাহবুবুর রহমান নূর, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আছমা খাতুন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃরিপন মিয়া, সাধারন সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, এবং বাঁধনের উপদেস্টা, কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ,এবং নতুন পুরাতন বাঁধনকর্মীরা।
উল্লেখ্য অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি -বাঁধনের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন আর বাঁধনের কার্যক্রমে সকল ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। রক্তগ্রহীতাদের খোঁজ খবর নেন উপাধ্যক্ষ ম্যাম।।
ব্লাড গ্রুপিং কার্যক্রম শেষে ব্লাড গ্রুপিং কমিটির আহবায়ক
ও বাঁধন, সরকারি তিতুমীর কলেজ ইউনিটের -মঈন সরকার বাপ্পি বলেন, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে আমরা ৫০০ মানুষের রক্তের নির্ণয়ের পরিকল্পনা গ্রহন করেছি। তবে প্রথম দিনে আমরা ২২০ জন এর রক্তের নির্ণয় করেছি।
বাঁধনের সহ- সভাপতি নিজাম উদ্দিন বলেন, আমরা প্রায় প্রতি মাসেই রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি। সামনে আমরা আরো বড় পরিসরে এই আয়েজন করবো যেনো প্রত্যেকটি মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী হয়।
সাধারন সম্পাদক হাবিব বলেন,অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমারা ব্লাড গ্রুপিং কার্যক্রম সম্পন্ন করছি। রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থী ও কলেজের স্টাফদের উপচে পড়া ভীড় লক্ষ্য করেছি । আমরা সফলতার সাথে উপস্থিত সকলের রক্তের গ্রুপ নির্নয় করে আমাদের অনুষ্ঠান সম্পন্ন করেছি।
উপদেস্টা অভিজৎ মজুমদার বলেন, আমাদের কার্যক্রম অনেক ভালো, প্রতিদিন আমরা ৮/১০ব্যাগ করে রোগীদের রক্তের ব্যবস্থা করে থাকি।মেম্বারশিপ এর ব্যপারে বলেন
কোনো শিক্ষার্থী যদি স্বেচ্ছায় আমাদের সংগঠনে সক্রিয় সদস্য হয়ে কাজ করতে চায় তবে সংগঠনের নিয়ম মেনে সদস্য হতে পারবে।’
সর্বোপরি, আমাদের বাঁধন কর্মীদের হাত ধরেই মানবতার জয় হবে এবং দেশের সকল মানুষ রক্তের গ্রুপ জানবে।