সব

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা -২০১৯

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 16th July 2019at 4:38 pm
80 Views

https://youtu.be/XZ6wYhHoUP4

রনি আহাম্মেদ,কোটালীপাড়াঃ  গোপালগঞ্জের কোটালীপাড়া ৩ দিন  ব্যাপি ফলদ বৃক্ষ মেলা    ২০১৯ এর উদ্ধোধন করা হয়েছে ।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষক শেষে শিল্পকলা একাডেমি চত্বরে এসে ফিতাকেটে ও পায়রা উড়িয়ে এ মেলা উদ্ধোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.মাহফুজুর রহমানের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কোটালীপাড়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম. হুমায়ুন কবির, উপজেলার  ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী সরকার , উপজেলা কৃষি অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস ।

সভা শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে একটি করে চারা গাছ বিতারন করা হয়। এ মেলায় ৫০ টিরও বেশি ষ্টল অংশগ্রহ করে ।


সর্বশেষ খবর