কোটালীপাড়া সরকারী এস এল আর কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত
রনী আহম্মেদ কোটালীপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আর্দশ সরকারী কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১০টায় কলেজ ক্যাম্পাসে দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করেন কোটালীপাড়া ছাত্রলীগ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. এনায়েত বারির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, বিশেষ অতিথি হিরণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, অনুষ্ঠানের আহবায়ক দর্শন বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক হেমায়েত হোসেন, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক জহিরুল ইসলাম সরদার, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া, সাবেক ভিপি রুহুল আমিন খান, ছাত্রলীগ নেতাদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল শেখ, জুয়েল মুন্সী, শামীম দাড়িয়া, অপুর্ব রায়, সাধারণ সম্পাদক রফিকুর ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরি সেলিম আহম্মেদ ছোটন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক আলিউজ্জামন জামির, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা, ছাত্রলীগ নেতা মসিউর রহমান, স্বপন তালুকদার, কলেজ ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম রিমো, তরিকুল ইসলাম সরদার, প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে অতিথি বৃন্দ ও নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ছাত্রলীগ নেতারা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।