কোটালীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা
রনী আহম্মেদ,কোটালীপাড়া প্রতিনিধি- ‘মাছ চাষে গর্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই স্লোগানের মধ্য দিয়ে এবং” মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করেন- কোটালীপাড়া মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করে, উপজেলা পরিষদ মিলনয়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, বিশেষ অতিথি আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, মৎস্য সম্প্রসারন অফিসার পংকোজ সমদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, মৎস্য চাষি নিত্য মালো, খলিল দাড়িয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬দিন ব্যাপী এ কর্মসূচির ঘোষণা করেন- উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।