বিমানবন্দরে এমপি দুর্জয়কে মানিকগঞ্জ জেলা যুবলীগের অভিনন্দন
কামরুল হাসান খান: ইন্টার পার্লামেন্টারী ওয়াল্ডকাপ”২০১৯ এর অধিনায়ক,বিসিবি’র পরিচালক,এএম নাঈমুর রহমান দুর্জয় এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জ জেলা যুবলীগসহ সকল স্তরের নেতৃবৃন্দ।
ইংল্যান্ডে অনু্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারী ওয়াল্ডকাপ”২০১৯এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে পাকিস্তানের সাথে রানার্স-আপ হয় দুর্জয় বাহিনী।শুক্রবার বিকেলে রানার্স-আপ ট্রফি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউন্সে এসে পৌছলে ফুলের তোড়া দিয়ে তাকে এ অভিনন্দন জানানো হয়।মানিকগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক মাহাবুবুর রহমান জনি’র নেতৃত্বে এসময় জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যগন ও ঘিওর- দৌলতপুর- শিবালয় উপজেলা যুবলীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় দুর্জয় বলেন,ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে।বিগত সময়ের চাইতে বাংলাদেশ ক্রিকেট বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপনে ভূমিকা রাখছে। তবে এসব কিছুই জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণার কারনেই হচ্ছে। আমরা আশা করছি,সামনের দিনগুলোতে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ আরো সফলতার দাড়প্রান্তে পৌছতে সক্ষম হবে।