সব

স্কুলে গিয়ে আর বাড়ি ফিরেনি জিম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 22nd July 2019at 8:48 pm
39 Views

মোঃ সামিউল আলম দিনাজপুর : নিত্যদিনের মত সকালে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়েছিলো জিম। বিকেলে স্কুল ছুটির পর প্রাইভেট শেষে বাড়ি ফিরে সে। এটাই ছিলো তার দৈনন্দিন রুটিন।

কিন্তু গত শনিবার (২০ জুলাই) সন্ধ্যা পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেনি সে। সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চললে পরিবারের লোকজন তার খোঁজ-খবর শুরু করে। বন্ধু-বান্ধব, আতœীয়-স্বজন সব জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি তাঁকে।

এদিকে স্কুলের প্রধান শিক্ষকের নিকট খোঁজ নিয়ে জানা যায়, এদিন সে স্কুলেই আসেনি। এমনকি বিকেলের প্রাইভেটেও যায়নি সে। ক্রমেই দুশ্চিন্তা আরো বাড়তে থাকে পরিবারের লোকজনের। এমতাবস্থায় রাতেই বিরামপুর থানায় জিডি করেন জিমের মামা।

বিরামপুর উপজেলার কেটরাহাট খয়েরবাড়ি মির্জাপুর গ্রামের জলিলুর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন জিম উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট। স্কুলে বেরনোর সময় তার পরনে ছিল সাদা শার্ট ও নিল প্যান্ট। এদিকে ছেলেটির খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরামপুর থানা পুলিশ।


সর্বশেষ খবর