শেরপুরের ভ্রাম্যমান আদালত কর্তৃক ড্রেজার ধ্বংস, কারেন্ট জাল জব্দ
ফারুক হোসেন (শেরপুর)প্রতিনিধিঃ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৫টি শ্যালুচালিত ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন।
২০ জুলাই শুক্রবার বিকেলে শহরের কাচারীপাড়া মহল্লায় ভোগাই নদীতে এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, সম্প্রতি শহর রক্ষা বাঁধ ভোগাই নদীর শহরস্থ ভোগাই ব্রিজের এপাশে এক কিলোমিটার ও অন্যপাশে এক কিলোমিটার এলাকা মিলে মোট দুই কিলোমিটার এলাকায় বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন।
রপর এসব স্থানে পরিচালিত ড্রেজারগুলো সরিয়ে ফেলা হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই কিছু অসাধু ব্যবসায়ী পুনরায় শ্যালুচালিত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে। এরই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমিনের নেতৃত্বে কাচারিপাড়া মহল্লায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ৫টি ড্রেজার নদীতৈ পাওয়া গেলে সেসব ধ্বংস করা হয়।
এদিকে বিকেলে জাতীয় মৎস সপ্তাহের চলমান কর্মসূচীর অংশ হিসেবে শহরের বিভিন্ন জাল বিক্রির দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় এক ব্যবসায়ীকে কারেন্ট জাল রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করে কারেন্ট জাল জব্দ করা হয়। পরে অন্যান্য জাল ব্যবসায়ীদের কারেন্ট জাল বিক্রি না করতে সতর্ক করা হয়।