সব

প্রিয়া সাহার বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 22nd July 2019at 9:19 pm
46 Views

স্টাফ রিপোর্টারঃ  বাংলাদেশের ভাবমূর্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শত্রুদের প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামের একনারীদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের কল্পকাহিনী উপস্থাপন করেছেন। যা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিঞা মজিবুর রহমান।

রবিবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোসাইটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথাবলেন।

মিঞা মজিবুর রহমান বলেন, বাঙালি জাতির মহান স্বাধীনতা  এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত। রক্তস্নাত স্বাধীনতা এবংসার্বভৌমত্ব ধ্বংসে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের বহিঃপ্রকাশ ঘটেছে, যা আমরা এতদিন জানতাম না। তাই এই ঘটনার পর জানতেএবং বুঝতে পারলাম। আমরা জাতীয়ভাবে দুঃখিত ও মর্মাহত। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে দেশদ্রোহ অপরাধের জন্যওই নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটির সেক্রেটারি জেনারেল মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জনঘোষাল প্রমুখ।


সর্বশেষ খবর