ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপে সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে রূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ৮-৭ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় মধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল ইসলাম।
সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত ১৬ জুলাই থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। এতে অংশ নেয় সদর উপজেলার ১৮ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।