বিরামপুরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
রবিউল ইসলাম, বিরামপুর (দিনাজপুর)ঃ ফলদ বৃক্ষ মেলা ২০১৯ উপলক্ষে বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৩ জুলাই, মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুম বানু।
এসময় বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভায় উপস্থিত প্রত্যেকের হাতে একটি করে পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।