যারা পদ্মা সেতু চায়নি তারাই ছেলেধরা গুজবের হোতা : তথ্যমন্ত্রী
আমারবাংলা ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু যারা চায়নি এবং যারা দেশের উন্নয়ন চায় না তারাই ছেলেধরা গুজবের মূল হোতা।
আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা ছেলেধরা গুজবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে আইন-শৃংখলা বাহিনী ৪৪ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে।
তিনি বলেন, বন্যা মোকাবিলায় জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। অথচ তাদের কেউ মাঠে নেই। বিএনপি এবং গণফোরামের ত্রাণ সামগ্রী বিতরণ কেবল পত্রপত্রিকার মাধ্যেমে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদপত্র শিল্পে কর্মরত সাংবাদিক কর্মচারিদের জন্য নবম ওয়েজবোর্ড সম্পর্কিত একটি মিটিং আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই মিটিংয়ের পর তা মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে।